
আসন্ন ঈদের পর নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার জাতীয় প্রেসক্লাবের নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।
‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায়’ এ সভা অনুষ্ঠিত হয়।
সরকারকে উদ্দেশ্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবিলম্বে এই নির্বাচন বাতিল করে ঈদের পর আবার নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন। পুনরায় নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। আবার দেশে নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দিন।
ঈদের আগে খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করেছে। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখল করে জনগণের সকল মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। অবিলম্বে ঈদের আগে দলীয় প্রধানের মুক্তির জোর দাবি জানান তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।