
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বৈদ্যুতিক তারে জড়িয়ে সাগর (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
সে ভোলাহাট উপজেলার উলাডাঙ্গা ময়ামারি গ্রামের মোঃ ইব্রাহীমের ছেলে।
শুক্রবার (৫ জুলাই) বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহ মিজানুর রহমান জানান, বেলা ১২ টার দিকে এক শিশু গাছে আম পাড়তে গিয়ে গাছের উপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে থাকার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে। সেখানে অভিনব কায়দায় ফায়ার সার্ভিসের দল গাছের উপরে উঠে মোটা রশির বিশেষ ফাঁদ করে শিশু সাগর কে নামানো হয়।
তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।