
রাজবাড়ীতে বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে জেলার সরকারি হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে। এছাড়া চিকিৎসার জন্য ২৪ ঘণ্টায় ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজবাড়ী সদরসহ পাঁচ উপজেলায় এখন পর্যন্ত ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৬ জন, বাবালিয়াকান্দিতে ৪ জন ও পাংশায় ৬ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া অন্যান্য রোগীরা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সিভিল সার্জন মাহফুজার রহমান বলেন, ডেঙ্গুতে আক্রান্ত বেশিরভাগ রোগীই ঢাকা ফেরত। তবে এখন পর্যন্ত রাজবাড়ীতে ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগীর অবস্থা আশঙ্কাজনক না, সবাই স্বাভাবিক রয়েছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি দেয়া হচ্ছে সচেতনতামূলক পরামর্শ।